
মর্নিং ভিউ রিপোর্ট : বাগদা, বিলুপ্ত প্রায় প্রজাতির বাগরোলের বাচ্চা উদ্ধার হল বাগদার বাংলাদেশ সীমান্ত ঘেঁষা নওদাপাড়া এলাকা থেকে।

জমিতে ধান কাঁটার সময় বাঘের বাচ্চার মত হুবহু দেখতে তিনটে শাবক পালিয়ে যেতে দেখে চাষীরা। তার মধ্যে একটা ধরা পড়ে এক চাষীরা হাতে।

বাংলাদেশের দিকে পালিয়ে যায় আরো ২\৩টা বাচ্চা। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই বাঘের মত প্রাণীটি দেখতে ভীড় জমতে থাকে সীমান্তবর্তী গ্রামটিতে।

বাংলাদেশের সীমান্ত পিলার থেকে ঢিলছোঁড়া দুরত্ব অবস্থিত নওদাপাড়ার চাঁদমিয়া মন্ডলের জমিতে ধান কাটার সময় এটা ধরা পড়ে। পরে এই প্রানিটি বাগদা থানার পুলিশের মাধ্যমে বনদফতরের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।