সংবাদদাতা : বাগদা , আপনাদের সন্মিলিত প্রচেষ্টায় শত বাধা বিপত্তির পাহাড় পেরিয়ে যে বাগান আপনারা তৈরী করেছেন সেই বাগানেরই মালি আমি। সভ্যদের প্রতি এক রাশ কৃতজ্ঞতা জানিয়ে কথা গুলো সাবলীল ভাবে বললেন হেলেঞ্চা বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সুযোগ্য অধ্যক্ষ্য ড. চিত্তরঞ্জন দাস। অল্প দিন কলেজের অধ্যক্ষ্য হিসাবে দ্বায়িত্বভার গ্রহন করে ছাত্র ছাত্রী সহ কলেজের হিতাকাংখী নজর কাড়তে সক্ষম হয়েছেন তিনি। কলেজ তৈরীতে প্রাক্তনদের অবদান যেমন, জমি দান, বিনা বেতনে শিক্ষা দান, স্বেচ্ছাশ্রম ইত্যাদি অবদানের কথা মাথায় রেখে অধ্যক্ষ্য গত ২৭শে নভেম্বর কলেজটির স্রষ্টাদেরকে শ্রদ্ধা জানাতে এবং তাদের সাথে পরিচিত হতেই এই সভা ডাকেন তিনি। অধ্যক্ষ্য চিত্তরঞ্জন বাবু প্রাক্তনদেরকে সন্মান জানিয়ে বলেন, আপনারা একটা কমিটি করে কলেজের উন্নয়নের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে জানান। চেষ্টা করবো সেভাবে কাজ করতে। আমরা হাটবো আপনাদের চোখ দিয়ে দেখা পথেই। তবে কলেজটি আর্থিক ভাবে খুবই দুর্বল। কলেজটিতে ৬ টি বিষয়ে অনার্স ও পাস কোর্সে পড়ার সুযোগ রয়েছে কিন্তু ছাত্র ছাত্রীদের প্রত্যাশা বিজ্ঞান বিভাগ খোলা হোক কিন্তু তার জন্য কলেজে
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ্য চিত্তরঞ্জন দাস, রাম চন্দ্র বোস, অসিত দত্ত, অঘোর চন্দ্র হালদার, সন্তোষ বিশ্বাস, বিমল বাগচী, রবীন্দ্রনাথ শিকদার, অতুল বিশ্বাস, বিদ্যুত কুমার দাস, নকল চন্দ্র হীরা, মানস হালদার , বৈদ্যনাথ হালদার, বাদল কৃষ্ণ হালদার, সভাপতি ডা. সুবীর চন্দ্র হালদার, অনুপ বিশ্বাস, নারান চন্দ্র সাহা প্রমূখ