
মর্নিং ভিউ রিপোর্ট : হেলেঞ্চা, উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার সাথে বাগদা ব্লকের মধ্যে অন্যতম সংযোগকারী আষাঢ়ু সেতুর সংস্কারের কাজ শুরু হল। গত ২৭শে ফেব্রুয়ারী রাত থেকে বন্ধ হল এই সেতুটি।জানা গেছে, কোদালিয়া নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ এই সেতুটি যানবাহন চলাচলের জন্য বিপজ্জনক হওয়ায় এই সেতু বন্ধ করে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল পূর্ত দপ্তর।

সেতুর বিয়ারিং নষ্ট হয়ে যাওয়াতে ভারী যানবাহন চলাচলের সময়ে যেভাবে নড়াচড়া করতো তাতে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো বলে অনুমান এলাকাবাসীর। কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য কয়েকদিন দেরিতেই শুরু হয় সংস্কারের কাজ। সংশ্লিষ্ট দফতরের তত্ত্বাবধানে সেতু সংস্কারের কাজ দ্রুত গতিতে চললেও যানবাহন চলাচল বন্ধ থাকায় এলাকাবাসীর দুর্ভোগ উঠেছে চরমে। চল্লিশ বসন্তের অভিজ্ঞতা নিয়ে আষাঢ়ু সেতু আবার যৌবন ফিরে পাক, এলাকার জনগণের আশির্ব্বাদ পুষ্ট সেতুটির উপর দিয়ে আবারও ভারী যানবাহন চলাচল করুক। ধুয়ে মুছে সাফ হয়ে যাক জনমনের সকল ক্ষোভ।