বাগদা ব্লক উৎসব কমিটির বসন্ত উৎসব
মর্নিং ভিউ রিপোর্ট : হেলেঞ্চা,আজ দোল পূর্ণিমা। বাগদা ব্লক উৎসব কমিটি আজ সকালে বৈকোলা থেকে প্রভাতফেরি করে বসন্ত উৎসবের সূচনা করে। তাদের মূল কথা, ‘ সবার রঙে রঙ মেশাতে হবে। ‘ তাঁদের সাথে পা মেলান প্রচুর ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ। তাঁদের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহা।

উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক কার্তিক চন্দ্র মন্ডল, পার্থ প্রতীম বিশ্বাস সহ গুনীজনেরা। বানেশ্বরপুর সূচনা সাংস্কৃতিক সংস্থার আমন্ত্রণে বাগদা ব্লক উৎসব কমিটির সদস্যরা ওই অনুষ্ঠানে কিছু সময়ের জন্য যোগদান করেন।

এরপর তারা বৈকোলা থেকে সুশৃঙ্খল ভাবে হেলেঞ্চাতে এসে অনুষ্ঠানের সমাপ্তি ঘটায়। এই অনুষ্ঠানে রবীন্দ্র ভাবনা ও অাধুনিক সাংস্কৃতিক বোধের প্রকাশ ঘটে। বাগদা ব্লক উৎসব কমিটির সম্পাদক সজল ভদ্র বলেন,” সম্প্রীতির লক্ষ্যে সব ভেদাভেদের উর্দ্ধে এই বসন্ত উৎসব।

সবার রঙে সবাই রঙিন হোক এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য।

” উৎসব কমিটির পুষ্পেন্দু, শুভ, সোহেল, সোহম, আত্রেয়ী, অঙ্কিতা সহ সকলে ভালো ভূমিকা পালন করেন।