37 C
Bārāsat
Tuesday, April 13, 2021
Home General সফলভাবে সমাপ্ত হল বাগদা হোমিওপ্যাথি মেডিকেল ফোরামের শিক্ষা মূলক হোমিওপ্যাথিক সেমিনার।

সফলভাবে সমাপ্ত হল বাগদা হোমিওপ্যাথি মেডিকেল ফোরামের শিক্ষা মূলক হোমিওপ্যাথিক সেমিনার।

মর্নিং ভিউ রিপোর্ট : বাগদা, অনুষ্ঠিত হল বাগদা হোমিওপ্যাথিক মেডিকেল ফোরামের দ্বিতীয় বার্ষিক শিক্ষা মূলক হোমিওপ্যাথিক সেমিনার ২০২০।

গত ১৫ই মার্চ বাগদা সত্যানন্দ বিদ্যানিকেতনের ছায়াঘেরা মনোরম পরিবেশে শ’দেড়েক হোমিওপ্যাথিক চিকিৎসক ও হোমিও অনুরাগী এই সেমিনারে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রারম্ভে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন কালে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাঃ বাদল ঘোষ, ফোরামের নিজস্ব পতাকা উত্তোলন করেন উক্ত ফোরামের সভাপতি বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক উত্তম কুমার সাহা।

এলাকার বিশিষ্ট বংশী বাদক নাট্যকার বাগদা ব্লক ডেভলপমেন্ট অফিসের আধিকারিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকরদেব হালদারের পরিবেশিত বাঁশির সুর পরিবেশন কালে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ হোমিওপ্যাথিক মেডিকেল বোর্ডের চেয়ারম্যান স্বনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃনাল কান্তি চক্রবর্তী।

হোমিও গুরু মহত্মা স্যামোয়েল হ্যানিম্যানের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য প্রদান করেন অনুষ্ঠানের বিশেষ অতিথিবর্গ যথাক্রমে প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ শ্রীদীপ রায়, মাজদিয়া সুসলার বায়োকেমিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালের প্রিন্সিপাল ডাঃ অসীম নাথ, পশ্চিমবঙ্গের স্বনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসকগন যথাক্রমে ডাঃ বাদল ঘোষ, ডাঃ বিপ্লব দাস, ডাঃ শংকর পাল প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগদা হোমিওপ্যাথিক মেডিকেল ফোরামের সভাপতি বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক উত্তম কুমার সাহা।

উক্ত ফোরামের এই দ্বিতীয় বার্ষিক শিক্ষা মূলক হোমিওপ্যাথিক সেমিনারে  উত্তর২৪পরগণা জেলা ও নদীয়া জেলা থেকে আগত প্রায় শ’দেড়েক হোমিওপ্যাথিক চিকিৎসকগন অংশ গ্রহণ করেন।

হোমিওপ্যাথিক চিকিৎসার খুটিনাটি দিক সমন্ধে জ্ঞানগর্ব বক্তব্য রাখেন ও আগত ডাক্তার বাবুদের সাথে প্রশ্ন উত্তর পর্বে অংশ গ্রহণ করেন,  অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ হোমিওপ্যাথিক মেডিকেল বোর্ডের চেয়ারম্যান প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃনাল কান্তি চক্রবর্তী।

বক্তব্য রাখেন মাজদিয়া বায়োকেমিক মেডিকেল কলেজের অধ্যক্ষ, ডাঃ অসীম নাথ, ডাঃ নিখিল অধিকারী। পূর্ব নির্ধারিত ট্রফিক্সের উপর শিক্ষা মূলক বক্তব্য রাখেন প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসকগন যথাক্রমে ডাঃ শ্রীদীপ রায়, ডাঃ বাদল ঘোষ, ডাঃ বিপ্লব দাস, ডাঃ শংকর পাল প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানটিতে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক তথা জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহা, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষক চন্দন হালদার, বিডিও আধিকারিক শংকরদেব হালদার, বনগাঁ হোমিওপ্যাথিক ডক্টরস্ ক্লাবের সভাপতি ডাঃ বিকাশ মন্ডল, ডঃ সমর কুমার

মল্লিক, ডাঃ অবিনাশ বাওয়ালী, ফোরামের সম্পাদক হোমিওপ্যাথিক চিকিৎসক বনমালী মন্ডল, মর্নিং ভিউ নিউজ পোর্টালের এডিটর উত্তম রায়, কুহু কেকা পত্রিকার সম্পাদক গোবিন্দ বিশ্বাস সহ ভারতবর্ষের চারটি নামী হোমিওপ্যাথিক ওষুধ সংস্থার প্রতিনিধিগন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দান কালে বাগদা হোমিওপ্যাথিক মেডিকেল ফোরামের সভাপতি বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক উত্তম কুমার সাহা এবং সম্পাদক বনমালী মন্ডল বলেন, বিগত দিনের বিভিন্ন

অনুষ্ঠান ও হোমিওপ্যাথিক বিভিন্ন সেমিনার থেকে শিক্ষা গ্রহণ করে ফোরামের এবছরের শিক্ষা মূলক সেমিনারটিকে ত্রুটিমুক্ত, সর্ব্বাঙ্গীন সুন্দর ও সবার গ্রহনযোগ্য করে তুলতে আপ্রান চেষ্টা করেছেন উক্ত ফোরামের কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ।

বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বানুগ্রহ উপস্থিতি, ত্রুটিমুক্ত ব্যাবস্থাপনা ও সেমিনারে উপস্থিত বিশিষ্ট জনেদের প্রশংসায় পূর্ণতা পেয়েছে বাগদা হোমিওপ্যাথিক মেডিকেল ফোরামের ২০২০-এর দ্বিতীয় বার্ষিক শিক্ষা মূলক সেমিনারটি।  

 টানা সাত ঘন্টার এই অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনা করেন এলাকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষক হোমিও অনুরাগী চন্দন হালদার ও ফোরামের সাধারণ সম্পাদক বনমালী মন্ডল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Weather Report

Bārāsat
haze
37 ° C
37 °
37 °
44 %
2.1kmh
20 %
Tue
36 °
Wed
42 °
Thu
40 °
Fri
39 °
Sat
39 °
- Advertisment -

Most Popular

অজ পাড়াগেঁয়ে মেয়ে পিয়ালি তার প্রবল ইচ্ছাশক্তি দিয়ে জয় করেছে ভাগ্যকে।

মর্নিং ভিউ ওয়েব ডেস্ক : কত না হাজার ফুল ফোঁটে ভূবনেতে, তাদের মধ্যে কারও স্থান হয় দেবতাদের...

বাগদাতে হোমিওপ্যাথির জনক মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের জন্মজয়ন্তী উদযাপন বা.হো.মে.ফো এর।

মর্নিং ভিউ ওয়েব ডেস্ক : পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ডাঃ ক্রিশ্চিয়ান ফ্রাভরিক স্যামুয়েল হ্যানিম্যানের জন্মজয়ন্তী উদযাপন...

যুব নেতার উদ্যোগে বিজেপি থেকে তৃনমুলে যোগদান।

মর্নিং ভিউ ওয়েব ডেস্ক : যুব তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি কিংকর মন্ডলের হাত থেকে তৃনমুল কংগ্রেসের...