
মর্নিং ভিউ রিপোর্ট : হেলেঞ্চা, কথা, আবৃত্তি ও গানে গানে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম গাছ কেটে পরিষ্কার করার সাথে সাথে সূর্যগ্রহন সম্পর্কে সচেতনতা প্রচারে নামলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মিরা ৷

গত রবিবার হেলেঞ্চা থেকে কৃষ্ণচন্দ্র পুর পর্যন্ত রাস্তার দু’পাশের “বিষাক্ত আগাছা পার্থেনিয়াম”পরিষ্কার অভিযান হল।

এটা উক্ত সংগঠনের সমাজ কল্যাণ মূলক কর্মসূচির ছিল তৃতীয় দিন বলে জানা গেছে ৷