26 C
Bārāsat
Thursday, October 22, 2020
Home History মশ্যমপুর গ্রামের কুড়ি একরের জলাশয় বিল না বাওড় ? এটা ব্যক্তি ...

মশ্যমপুর গ্রামের কুড়ি একরের জলাশয় বিল না বাওড় ? এটা ব্যক্তি মালিকানাধীন না সরকারী ? এই প্রশ্নের উত্তর খুঁজছে গ্রাম।

মর্নিং ভিউ ডেস্ক  : বাগদা,  বাগদা ব্লকের সীমান্তবর্তী মশ্যমপুর গ্রামের কুড়ি একরের জলাশয় বিল না বাওড় ? এই সম্পত্তি মালিকানাধীন না সরকারী ? এই প্রশ্নের উত্তর খুজতে সংশ্লিষ্ট দপ্তরে গ্রামবাসীদের এঅনকটা বড় অংশ।

 বিভিন্ন দপ্তরে অভিযোগ, আইন আদালত শেষে বিএলআরও অফিসের পক্ষ থেকে সরেজমিন তদন্ত করতে আসে সীমান্তবর্তী মশ্যমপুর গ্রামে। এসে গ্রামবাসী কত্তৃক ঘেরাও হলেন বাগদার আর আই সুদীপ মুখার্জি সহ দু’জন বিএলআরও ষ্টাফ। তদন্তকারী অফিসার তদন্ত করে এই জলাশয়টিকে দেখে বিল না বাওড় দেখলেন ? 

সেটা গ্রামবাসীদের সামনেই লিখিত ভাবে জানানো হোক। মূলতঃ এই নিয়েই শুরু হয়েছিল জটিলতা। মশ্যমপুর গ্রামের প্রায় ৪০০ ঘর গ্রামবাসীর মধ্যে সুবিধাভোগী ১৮ ঘর বাদে ৩৮২ ঘর গ্রামবাসীর অভিযোগ, জলাশয়টি একটি বাঁওড় এবং তা সরকারী সম্পত্তি।

সুবিধাভোগীরা বাঁওড়টি বাম আমলে বিশেষ কিছু কাগজপত্রের জোরে বিল খতিয়ানে পরিনত করে ব্যক্তি মালিকানায় করে নিয়েছিল। অপরদিকে ১৮ জন সুবিধাভোগীরা বিভিন্ন প্রকার প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শপের মাধ্যমে প্রমাণ  করতে মরিয়া যে জলাশয়টি একটি বিল এবং সেটা তাদের বৈধ সম্পত্তি।

তার পরেও আইনি লড়াই অব্যাহত রয়েছে অদ্যাবধি। সুবিধাভোগী বনাম গ্রামবাসীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে স্পট তদন্ত এবং দুপক্ষের কাগজপত্র যাচাই করে দীর্ঘদিনের সমস্যা সমাধানের লক্ষ্যেই গ্রামে আসা ভূমি কর্মকর্তাদের।

গত ৬ই অক্টোবর বাগদা ব্লকের ভূমি কর্মকর্তা বিএলআরও সাহেবের পক্ষে আরআই সাহেব সহ দু’জন বিএলআরও ষ্টাফ তদন্তে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ গ্রামবাসীদের বুঝিয়ে সুজিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আরআই সাহেব সহ দু’জন বিএলআরও ষ্টাফকে উদ্ধার করতে সক্ষম হয়।

তদন্তকারী অফিসারকে দু’পক্ষই তাদের মত করে প্রয়োজনীয় কাগজপত্র দেখায়। গ্রামবাসীদের বড় অংশের অভিযোগ জলকরটি বাঁওড় অথচ বিল খতিয়ান হিসেবে সুবিধাভোগীরা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে।

আবার জলাশয়ের দখলকারীরা গ্রামবাসীদের তুলনায় সংখ্যায় কম হলেও তারা আশাবাদী তাদের দখল সত্ত্ব সঠিক এবং তাদের কাগজপত্রই বৈধ।

মশ্যমপুরের জলাশয় আসলে বিল না বাঁওড় ? কে এই জলাশয়টি প্রকৃত মালিক ?  উত্তর খুঁজছেন এলাকাবাসী ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Weather Report

Bārāsat
haze
26 ° C
26 °
26 °
83 %
3.6kmh
75 %
Thu
25 °
Fri
27 °
Sat
31 °
Sun
31 °
Mon
31 °
- Advertisment -

Most Popular

তপশিলি প্রতিনিধি পরিতোষ কুমার সাহার নেতৃত্বে আষাঢ়ু পঞ্চায়েতের হামকুড়া গ্ৰামে তপসিলী সংলাপ।

মর্নিং ভিউ ডেস্ক : দেশের দিকে দিকে যখন তপশিলিরা বঞ্চিত বিজেপি শাসিত সরকারের সৌজন্যে তখন বাংলার...

তপশিলির সংলাপ কর্মসূচি নীলদর্পণ ব্লকের ট্যাংরা অঞ্চলে।

মর্নিং ভিউ ডেস্ক : বাগদা বিধান সভার অন্তর্গত নীলদর্পণ ব্লকের ট্যাংরা অঞ্চলের সুটিয়া গ্ৰামে গত ১২ই...

৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ অল ইন্ডিয়া কৃষক খেত মজুর সংগঠন বাগদা ব্লক কমিটি ডেপুটেশন এডিএ অফিসে।

মর্নিং ভিউ ডেস্ক : বাগদা ব্লকের সকল কৃষকদের গুরুত্বপূর্ণ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ অল ইন্ডিয়া...

পথ দুর্ঘটনায় গুরুতর অসুস্থ বিশিষ্ট সমাজ সেবক সুজিত বিশ্বাস।

পথ দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হলেন বিশিষ্ট সমাজ সেবক শ্রী সুজিত বিশ্বাস। আজ বেলা আনুমানিক ১ টা নাগাদ...