29 C
Bārāsat
Sunday, October 17, 2021
Home History 'থিয়েটার ইন এডুকেশন' এর উপর সেমিনার হল ভবানীপুর পল্লীমঙ্গল বিদ্যাপীঠে।

‘থিয়েটার ইন এডুকেশন’ এর উপর সেমিনার হল ভবানীপুর পল্লীমঙ্গল বিদ্যাপীঠে।

মর্নিং ভিউ ওয়েব ডেস্ক : ‘থিয়েটার ইন এডুকেশন’ এই বিষয়ের উপর সেমিনার হল ভবানীপুর পল্লীমঙ্গল বিদ্যাপীঠে। ‘গোবরডাঙ্গা নকশার’ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এই সেমিনারটি। আলোচনার মুল বিষয় ছিল ‘থিয়েটার ইন এডুকেশন’ অর্থাৎ নাটকর মাধ্যমে শিক্ষা৷ গত ১৫ই মার্চ বাগদার ভবানীপুর পল্লীমঙ্গল বিদ্যাপীঠের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৬০ জন ছাত্রছাত্রী অংশ নেয় ৷ বিদ্যালয়টির প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী এই ধরনের সেমিনারের আয়োজন করার জন্য ব্যক্তিগত ভাবে খুব খুশি।

তিনি উদ্যোক্তা সংগঠন ও আলোচকদেরকে ধন্যবাদ জানিয়েছেন ৷ এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, গোবোরডাঙা নকশার নাট্য পরিচালক অশিস দাস, অভিনেত্রী তথা নাট্য পরিচালক দীপান্বিতা বনিক দাস, নাট্যকার তথা ‘বহরমপুর রেপার্টারী থিয়েটারের’ পরিচালক ও চলচিত্র অভিনেতা প্রদীপ ভট্টাচার্য, প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী, সাহিত্যিক সুজিত চক্রবর্তী , শিক্ষক অনুপ বিশ্বাস ও বিদ্যলয়ের শিক্ষক শিক্ষিকাগন।

পশ্চিমবঙ্গ, ব্যঙ্গালর, হরিয়ানা ও দিল্লিতে অভিনিত জেল বন্দিদের নিয়ে লেখা নাটক রক্ত করবী, তোতা কাহিনী, সমাজসেবী ইত্যাদির সফল রচয়িতা এবং দুই পৃথিবী, বেলাশেষে, বাঞ্ছা এলো ফিরে, সংযোগ, চিরদিন তুমি যে আমার ইত্যাদি সিনেমার অভিনেতা প্রদীপ ভট্টাচার্য ছিলেন সেমিনারের মূল বক্তা। তিনি নাটকের মাধ্যমে শিক্ষার বিষয় নিয়ে ছাত্র-ছাত্রীদেরকে সুন্দর ভাবে বোঝান। তাদের মধ্যে অভিনয়ের চেতনা জাগ্রত ও নাট্যচর্চায় প্রভাবিত করতে সক্ষম হন। প্রশংসিত হয় পরিচালক আশিস দাস এবং দীপান্বিতা বনিক দাসের আলোচনাও। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন, বিদ্যাপীঠের সাংস্কৃতিকমনা শিক্ষক অনুপ বিশ্বাস৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Weather Report

Bārāsat
haze
29 ° C
29 °
29 °
89 %
2.1kmh
40 %
Sat
28 °
Sun
27 °
Mon
25 °
Tue
25 °
Wed
26 °
- Advertisment -

Most Popular

শারদ শুভেচ্ছায় বিশিষ্ট সমাজসেবী তথা স্বনামধন্য ব্যাবসায়ী অঘোর বিশ্বাস উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচী।

মর্নিং ভিউ রিপোর্টার, সিন্দ্রানি : আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের মুখে হাসি ফোটাতে মানবিক প্রয়াস নিলেন...

১৪২৮ বাংলা সনের পূজো পরিক্রমা জনপ্রিয় নিউজ পোর্টাল মর্নিং ভিউ-এর।

মর্নিং ভিউ ওয়েব ডেস্ক : মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের শুভ সূচনা অর্থাৎ দেবী পক্ষের শুরু। এক অনাবিল আনন্দ...

সিন্দ্রানী ফিসারী কো-অপারেটিভ সোসাইটির কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো একদিনের আইনি বিষয়ক সচেতনতা শিবির ও মাদক দ্রব্য বিরোধী প্রচার।

মর্নিং ভিউ ওয়েব ডেস্ক :  মানবাধিকার সংগঠন "হিউমান রাইটস ল নেটওয়ার্ক" কোলকাতা শাখার ব্যাবস্থাপনায় তৎসহ বনগাঁ নির্ভয়া...

পঞ্চায়েত সদস্যা সহ ৩১২ জন বিজেপি কর্মীর তৃণমূল কংগ্রেসে যোগদান কনিয়াড়া-১ গ্রাম পঞ্চায়েতে।

মর্নিং ভিউ ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ বাগদা ব্লকের কণিয়ারা-১ গ্রাম পঞ্চায়েতের বালিয়াডাঙা ১৯১ নং বুথে...