
মর্নিং ভিউ ডেস্ক : সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতী হামলায় আহত হল সাংবাদিক। আজ বাগদা থানায় দায়ের করা এক লিখিত অভিযোগ থেকে জানা গেছে,

মর্নিং ভিউ নিউজ পোর্টালের এডমিন উত্তম রায় সাংবাদিকতার প্রয়োজনে কোলা গ্রামে পৌঁছালে সুজয় ঘোষ ও আনন্দ ঘোষ তার উপর চড়াও হয়।

এ ব্যাপারে বাগদা থানায় এফ আই আর করা হয়েছে যার নং ৩৩৯। জানা যায় অভিযোগকারী উত্তম রায় চিকিৎসাধীন রয়েছে, তার বিভিন্ন স্থানের চোটও গুরুতর।
একটা নিউজ দিচ্ছেন। পরিপূর্ণ নিউজটা দিচ্ছেন না কেন? কি নিউজ করতে গিয়েছিল? যারা গায়ে হাত তুললো তারা কারা? এসব সমেত দেওয়া উচিত ছিল। তবে সবাই জানতে পারতো। অন্য সংবাদপত্র ও নিউজ চ্যানেল একইবসংবাদ প্রকাশ করলে সাধারন মানুষ সাংবাদিকদের গায়ে হাত তুলতে ভয় পাবে। এই নিউজ টা বড় করে করা উচিত। এত সাহস হয় কি করে তাদের সাংবাদিকদের গায়ে হাত তোলার। ধন্যবাদ।
Darun valo laglo apnar katha suna. sadharan manus j sotta news dakta chai and asahay manusar pasa darate chai apni tar jaljanto proman. apnake anak anak dhannobad.