
মর্নিং ভিউ রিপোর্ট : হেলেঞ্চা, ‘বাংলার নৃত্য ভারতের সন্মান’ গ্রুপের উদ্যোগে আজ সকালে ত্রাণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান হল হেলেঞ্চা সব্জী মার্কেট সংলগ্ন মাঠ প্রাঙ্গণে।

এদিন ১০০ দুঃস্থ নৃত্য শিল্পীর পরিবার পেল ত্রাণ এবং আম্ফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সবুজায়নের হাল ফেরাতে ৫০০ গাছের চারা বিতরণ করা হয় সাধারণ মানুষ ও কিছু নৃত্যশিল্পী পরিবার এর মধ্যে।

অনুষ্ঠানের প্রারম্ভে বরন করে নেওয়া হয় আমন্ত্রিত অতিথি বাগদা পুলিশ প্রশাসন এর পক্ষে এস আই পরিতোষ হালদার, এ এস আই তরুণ বিশ্বাস এবং বাগদার নৃত্যাকাশের উজ্জ্বল নক্ষত্র দেশ বিদেশের পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী সোনালির বাবাকেও। বরন এবং সন্মান জানানো হয় ‘বাংলার নৃত্য ভারতের সন্মান’ গ্রুপের কর্নধর টপি কীর্ত্তনীয়া সহ এলাকার বিশিষ্ট নৃত্য শিল্পীদেরকেও।

উল্লেখ্য, হেলেঞ্চা অন্যতম নৃত্য সংগঠন ‘বাংলার নৃত্য ভারতের সন্মান’ গ্রুপের প্রধান ৪টি উদ্দেশ্য বা অঙ্গীকার হল, ১৷ বাংলার নৃত্যশিল্পীদের সন্মান ফিরিয়ে আনা। ২। দুঃস্থ নৃত্যশিল্পীদের পাশে দাঁড়ানো। ৩। সমাজ থেকে অশ্লীল নৃত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ৪। সবাই একতাবদ্ধ হয়ে সমাজের পাশে দাঁড়ানো।