
মর্নিং ভিউ ডেস্ক : বাংলাদেশ থেকে দালাল মারফত চোরায় পথে আসা দু’জন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে বিএসএফ। ঘটনাটি ঘটেছে বাগদা ব্লকের রণঘাট অঞ্চলের কুলিয়া সীমান্তে। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই ওৎ পেতে ছিল রণঘাট ক্যাম্পের কয়েকজন বিএসএফ।

গ্রেফতারকৃত বাংলাদেশী মহিলা দু’টির কাছ থেকে নগদ ৬৫৩৭ টাকা ভারতীয় মুদ্রা, একটি আঁধার কার্ড(নং 5106 3928 3404 ) উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে একটা পালসার মটর সাইকেলও(রেজিঃ নং WB 26 AN 8564)যেটা দিয়ে অনুপ্রবেশকারী দুই মহিলাকে বহন করা হচ্ছিল।আজ বিএসএফ আসামীদেরকে থানায় সোপর্দ করেছে বলে জানা গেছে।