
মর্নিং ভিউ ডেস্ক : সোস্যাল নেটওয়ার্কে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎ মাতার শান্তিদেবী ও মুক্তির দিশারী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নামে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্যকারীর গ্রেফতারের প্রতিবাদে গত ১৩ই জুলাই বাগদা ব্লকের সমগ্র মতুয়ারা হেলেঞ্চাতে এক প্রতিবাদ মিছিল, থানায় ডেপুটেশন সহ অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্যকারী কূলদ্বীপ চক্রবর্তীর কুশপুত্তলিকা দাহ করে।

এদিন বাগদার বিভিন্ন প্রান্ত থেকে সঙ্গবদ্ধ মতুয়ার দল ব্যানার, বিজয় নিশান সহকারে ডাঙ্কা পেটাতে পেটাতে এসে হেলেঞ্চাতে সমবেত হয়। এই প্রতিবাদী কর্মসূচিতে বিশিষ্ট মতুয়া নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, গোশাই মৃণাল কান্তি বিশ্বাস, সুহৃদ বিশ্বাস, বিকাশ বিশ্বাস, হরসিৎ ঢালী, রনজিত বিশ্বাস, অনুপম রায় প্রমুখ।

অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্যকারী কূলদ্বীপ চক্রবর্তীর গ্রেফতারের দাবিতে মতুয়াদের মিছিলটি হেলেঞ্চার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করার পর তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

একই দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় বাগদা থানায় এবং এই ডেপুটেশনের অনুলিপি প্রদান করা হয়, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ, জেলা শাসক উঃ ২৪ পরগনা, পুলিশ সুপার উঃ ২৪ পরগনা, মহকুমা শাসক বনগাঁ ও মহকুমা পুলিশ আধিকারিক বনগাঁকেও।