
মর্নিং ভিউ ডেস্ক : লাদাখ সীমান্তে চীনা সেনাবাহিনী কত্তৃক ২০ জন ভারতীয় সেনা হত্যার প্রতিবাদে গর্জে উঠেছে সারা দেশ। তারই ধারাবাহিকতায় আজ বিকাল ৫ টায় বিজেপির যুবমোর্চা বাগদা বাজারে এক ধিক্কার মিছিলের আয়োজন করে।

যুবমোর্চার নেত্রবৃন্দ মিছিল শেষে বাগদা পুরনো বাজারের হাইমার্ট লাইট প্রাঙ্গণে চীনের প্রেসিডেন্ট জিংপিং এর কুশপুত্তলিকা দাহ করে।

এই মিছিল থেকে লাদাখ সীমান্তে শহীদ ২০ জন ভারত মাতার বীর সৈনিকের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে বিশেষ ভাবে সন্মান জানানো হয় এবং ভারতবর্ষের সকল জনগনের প্রতি চীনা সামগ্রী বয়কটেরও আহ্বান জানানো হয়।