
মর্নিং ভিউ ওয়েব ডেস্ক : বাগদা ব্লক তৃনমুল যুব কংগ্রেসের নতুন কমিটির অনুমোদন দিল গত ৮ই ফেব্রুয়ারী।

আষাঢ় গ্রাম পঞ্চায়েতের কিংকর মন্ডলকে সভাপতি, রণঘাট গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সম্রাট মন্ডল ও মালিপোতা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী আফজাল মন্ডলকে সহঃসভাপতি এবং

হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের গৌতম মন্ডলকে সম্পাদক করে বাগদা ব্লক তৃনমুল যুব কংগ্রেসে কমিটির অনুমোদন দিয়েছেন জেলা তৃনমুল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী।

এ ব্যাপারে প্রাক্তন বাগদা ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী প্রতিমা রায় তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দল যেটা ভালো মন করেছে সেটা সেটা করেছে, তাতে তাঁর পূর্ণাঙ্গ সমর্থন রয়েছে।