
মর্নিং ভিউ ওয়েব ডেস্ক : আজ হেলেঞ্চা থানার সামনে বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে বন্ধের সমর্থনে রাস্তা অবরোধ করে। প্রায় ঘন্টা দুয়েক অবরোধ চলার পর পুলিশ প্রশাশনের অনুরোধে অবরোধ ওঠে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিল ব্লক কংগ্রেসের সভাপতি প্রবীর কির্ত্তনীয়া, মদন উকিল বামফ্রন্টের মোতিয়ার রহমান, ডিওয়াইএফআই এর রাতুল তরফদার প্রমুখরা।

