
মর্নিং ভিউ রিপোর্ট : হেলেঞ্চা, কেন্দ্রীয় সরকার প্রণীত সর্বনাশা কৃষি আইনের বিরুদ্ধে বাম কংগ্রেসের যৌথ মিছিল ও সমাবেশ আষাঢ়ু বাজারে।

গত ১১ই ফেব্রুয়ারী আষাঢ়ু বাজারে অনুষ্ঠিত এই মিছিল ও সমাবেশে দু’দলের বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিএমের বাগদা লোকাল কমিটির নেতৃত্ব সুশান্ত চক্রবর্তী, পরিতোষ দত্ত, মতিযার রহমান, কবিতা হালদার, সন্তোষ দত্ত, সজল হালদার, সহিদুল মন্ডল প্রমুখ।

জাতীয় কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন, বাগদা ব্লক জাতীয় কংগ্রেস সভাপতি প্রবীর কিত্তনীযা, আনোয়ার হোসেন মন্তল, মদন উকিল প্রমুখ।