27 C
Bārāsat
Monday, July 6, 2020
Home Uncategorized আগামী ১৫ই মার্চ ২০২০ রবিবার অনুষ্ঠিত হচ্ছে বাগদা হোমিওপ্যাথিক মেডিকেল ফোরামের...

আগামী ১৫ই মার্চ ২০২০ রবিবার অনুষ্ঠিত হচ্ছে বাগদা হোমিওপ্যাথিক মেডিকেল ফোরামের শিক্ষামূলক বার্ষিক হোমিওপ্যাথিক সেমিনার।

মর্নিং ভিউ রিপোর্ট : বাগদা, বাগদা হোমিওপ্যাথিক মেডিকেল ফোরামের দ্বিতীয় বর্ষীয় শিক্ষামূলক বার্ষিক হোমিওপ্যাথিক সেমিনারের দিন ধার্য হল আগামী ১৫ই মার্চ ২০২০ রবিবার। সম্প্রতি উক্ত ফোরামের সভাপতি ডাঃ উত্তম সাহার সভাপতিত্বে “উৎস হোমিও ক্লিনিক” প্রাঙ্গণে অনুষ্ঠিত কার্যকরী কমিটির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

বাগদা হোমিওপ্যাথিক মেডিকেল ফোরামের ঐতিহ্যমন্ডিত শিক্ষামূলক বার্ষিক সেমিনারটি ত্রুটিমুক্ত ও সর্ব্বাঙ্গীন সুন্দর ভাবে পরিচালনার জন্য ডাঃ নিমাই শর্ম্মা কে সভাপতি ও ডাঃ উত্তম রায়কে সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট সেমিনার উদযাপন কমিটি গঠন করা হয়।

বাগদার ঐতিহ্যমন্ডিত নরনারায়ন সেবাশ্রম সংঘ পরিচালিত শান্ত ও ছায়া-সুনিবিড় এক মনোরম পরিবেশে স্থাপিত বাগদার স্বনামধন্য বিদ্যাপীঠ ‘সত্যানন্দ বিদ্যানিকেতনের মিলনায়তনে’ অনুষ্ঠিত হচ্ছে উওর ২৪পরগণা, নদীয়া সহ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার হোমিওপ্যাথিক চিকিৎসকদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত মিলন মেলায় এক গুচ্ছো মনোজ্ঞ কর্মসূচী সহ পশ্চিমবঙ্গের বিশিষ্ট ও বরেন্য হোমিওপ্যাথিক চিকিৎসকগন, বনগাঁ ডক্টরস্ ক্লাবের সভাপতি, সম্পাদক সহ হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও প্রভাষকগের পদর্পনে অনুষ্ঠানটি সুন্দর সার্থক ও সমৃদ্ধ হবে বলে জানান বাগদা হোমিওপ্যাথিক মেডিকেল ফোরামের সভাপতি বাগদার বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক উত্তম সাহা ও সম্পাদক বনমালী মন্ডল। উক্ত ফোরামের অন্যতম বাগদা সাঁতরা হোমিও হলের কর্ণধার সুশান্ত সাঁতরা ও আষাঢ়ু নেতাজী হোমিও হলের কর্ণধার দীনেশ মন্ডল জানান, একাধিক হোমিওপ্যাথি ঔষধ প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধিগনের সাথে প্রায় ১৫০ জনের মত ডাক্তারবাবুদের সেচ্ছায় অংশগ্রহণে আগামী ১৫ই মার্চ ডাক্তার বাবুদের এক ঐতিহাসিক মিলন মেলায় পরিনত হবে বাগদার সত্যানন্দ বিদ্যানিকেতন প্রাঙ্গণ। উক্ত সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই ঐতিহাসিক হোমিওপ্যাথিক সেমিনার তথা ডাক্তার বাবুদের মিলন মেলায় অংশ গ্রহণে ইচ্ছুক ডাক্তারগন দ্রুত ৬২৯৫৪০৫৫৩৭, ৭৩৬৪০৬৩৫২৯ ও ৮১০১৪৬২৭৯৭ নম্বরে যোগাযোগ করে এক দিনের এই মহানন্দের হোমিও মহৎসবের অংশীদার হতে পারেন আপনিও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Weather Report

Bārāsat
light rain
27 ° C
27 °
27 °
94 %
2.1kmh
75 %
Mon
35 °
Tue
34 °
Wed
35 °
Thu
36 °
Fri
34 °
- Advertisment -

Most Popular

কেন্দ্র সরকারের পেট্রোপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কনিয়াড়া ১ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল।

মর্নিং ভিউ ডেস্ক :  আজ বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কনিয়াড়া ১ অঞ্চলে এক প্রতিবাদ মিছিল...

বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ ডেপুটেশন প্রদান বাগদা বিডিওতে।

মর্নিং ভিউ নিউজ : বাগদা, গত শুক্রবার বিকালে বামফ্রন্ট ও বাগদা ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে সময়পযোগী ১২ দফা...

‘বাংলার নৃত্য ভারতের সন্মান’ গ্রুপের উদ্যোগে ১০০ দুঃস্থ পরিবার পেল ত্রাণ এবং সবুজায়নে ৫০০ জন পেল গাছের চারা।

মর্নিং ভিউ রিপোর্ট : হেলেঞ্চা, 'বাংলার নৃত্য ভারতের সন্মান' গ্রুপের উদ্যোগে আজ সকালে ত্রাণ ও গাছের চারা...

বিজেপি ও যুবমোর্চার ধারাবাহিক অনুষ্ঠান বাগদা ব্লকে।

মর্নিং ভিউ রিপোর্ট : হেলেঞ্চা, আম্ফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গরীব মানুষের সাহায্য সহযোগিতা প্রদানে অনিয়মের