
মর্নিং ভিউ নিউজ : বাগদা, প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে সর্ব্বত্র শান্তির বার্তা ছড়িয়ে দিলেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া শ্রীমতি গোপা রায়।

অনুষ্ঠানের উদ্বোধন করা এবং পূর্ব ব্লক সভাপতি পরিতোষ সাহার মস্তিষ্ক প্রসূত চার অঞ্চলের চার দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট চলা কালে বাগদা হাইস্কুল

মাঠে উপস্থিত ছিলেন, বনগাঁর প্রাক্তন বিধায়ক তথা জেলার আরটিও মেন্টর গোপাল শেঠ, বাগদা থানার ওসি সিদ্ধার্থ শংকর মন্ডল, নীলদর্পন ব্লক তৃণমূল

কংগ্রেসের সভাপতি নন্দ দুলাল বসু, জেলা পরিষদের সদস্য তথা বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ সাহা, জেলা পরিষদের সদস্যা অর্চনা বোস, বয়রা পঞ্চায়েত প্রধান অসিত মণ্ডল, বাগদা পঞ্চায়েত প্রধান অঞ্জলি রায়, রনঘাট পঞ্চায়েত প্রধান গনেষ

রায়, আষাঢ়ু পঞ্চায়েত প্রধানের পক্ষে তাঁর স্বামী দিলিপ মুন্ডা,বাগদা হাইস্কুলের প্রাক্তন প্রধান অসিত দত্ত, বাগদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীত সর্দার, শিক্ষক নেতা শ্যামল সর্দার, বিষ্ণু বিশ্বাস, আষাঢ়ু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তাহের আলী মন্ডল, এসসিএসটি সেলের

জেলা সম্পাদক ইব্রাহিম মন্ডল, পঞ্চায়েত সদস্য দুলাল পাল, রণঘাট পঞ্চায়েতের উপপ্রধান সম্রাট মন্ডল, বাগদা বিধানসভা এসসিএসটি সেলের সভাপতি কিংকর মন্ডল, পঞ্চায়েত সদস্য শরৎ দাস, বনগাঁর পরিমল দেওয়ানপ্রমুখ।