
সংবাদদাতা : মালিপোতা, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের ১০ বছরের উন্নয়নের খতিয়ান “রিপোর্ট কার্ড” বিতরণ করা হল আজ মালিপোতা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের আদিবাসী ও নমঃশূদ্র অধ্যুষিত এলাকায়।

বাগদা বিধানসভা তৃনমূল কংগ্রেসের কো-ওর্ডিনেটর প্রতিমা রায়ের নেতৃত্বে অনুষ্ঠিত এই রিপোর্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে এলাকার তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,

বাগদা পশ্চিম ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি অঘোর হালদার, মালিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান আসমাতারা মন্ডল, নির্বাচনী কমিটির চেয়ারম্যান শিবপদ দেবনাথ,

দিলীপ মন্ডল, নির্বাচনী কমিটির পর্য্যবেক্ষক ও আঞ্চলিক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি কঙ্কন হালদার, তৃনমুল কংগ্রেসের মদন দাস,

কনভেনর মুরারী মোহন বিশ্বাস, অঞ্চল সভাপতি দিপক ঘোষ, পঞ্চায়েত সমিতির সদস্য রাজা রামমোহন সরদার সহ একাধিক আঞ্চলিক নেত্রবৃন্দ।